
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েই স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে বৃন্দাবনে হাজির বিরাট কোহলি। সঙ্গে মেয়ে ভামিকাও। মঙ্গলবারই বৃন্দাবনে পৌঁছন বিরুষ্কা। সেখানে পৌঁছেই চলে যান বৃন্দাবন ধামে। সেখানে বিখ্যাত আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করেন দু’জনে। আশীর্বাদ নেন।
‘বিরুষ্কা’ বরাবরই স্বামী প্রেমানন্দ মহারাজের অনুগামী। সুযোগ পেলেই দু’জনে বৃন্দাবন চলে যান স্বামীজির আশীর্বাদ নিতে। এবারও তাঁর অন্যথা হল না। তবে এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েই দু’জনে এলেন বৃন্দাবন।
প্রসঙ্গত, সোমবারই ১৪ বছরের টেস্ট কেরিয়ারে ইতি টেনেছেন বিরাট। দেশের হয়ে খেলেছেন ১২৩ টেস্ট। রান ৯২৩০। গড় ৪৬.৮৫। ২১০ ইনিংসে রয়েছে ৩০ শতরান ও ৩১ অর্ধশতরান। সর্বোচ্চ ২৫৪ অপরাজিত। টেস্ট ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে চতুর্থ স্থানে আছেন বিরাট। শীর্ষে শচীন (১৫৯২১ রান)। দুই ও তিনে আছেন রাহুল দ্রাবিড় (১৩২৬৫ রান), সুনীল গাভাসকার (১০১২২ রান)।
২০১১ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল বিরাটের। প্রথম টেস্ট সিরিজে পাঁচ ইনিংসে করেছিলেন মাত্র ৭৬। ২০১২ সালে এডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন প্রথম শতরান। ২১৩ বলে করেছিলেন ১১৬। তবে টেস্টে বিরাটের সেরা সময় ২০১৬ থেকে ২০১৯। ওই সময়ে ৪৩ টেস্টে করেছিলেন ৪২০৮ রান। ছিল ১৬ শতরান ও ১০ অর্ধশতরান।
টেস্ট ক্রিকেটে সাতটি দ্বিশতরান রয়েছে কোহলির। তবে ২০২০ থেকে ২০২৩ অবধি ৩৯ টেস্টে বিরাটের রান ছিল ২০২৮। যা বিরাটসুলভ নয়। শতরান ছিল তিনটি। অর্ধশতরান নয়টি। তবে ২০২৩ সালে আট টেস্টে করেছিলেন ৬৭১ রান। দুটো শতরানের পাশাপাশি এসেছিল দুটি অর্ধশতরান।
'ওহে গিল, রাহানেকে ফোন করো', ভারতের নব্য অধিনায়ককে পরামর্শ কাইফের, কিন্তু কেন?
দলের প্রয়োজনে কাজে আসছেন না সামি, অস্ট্রেলিয়া সফরে তারকা পেসারকে চেয়েছিল বোর্ড, ফিরিয়ে দেন অনুরোধ
আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা
সাফল্যের পায়েস চেটেপুটে খায় সবাই! গিলের কৃতিত্বের পিছনে রয়েছেন এই তারকা, জানিয়ে দিলেন যোগরাজ
রাগে ফুঁসছেন প্রীতি, ধুয়ে দিলেন আম্পায়ারদের, সুন্দরী মালকিনের রাগের কারণ কী?
টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের